নারী নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার, নারী ও শিশু পাচার ও বাল্যবিবাহ রোধের বিষয়ে মানিকগঞ্জে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকায় বেসকারি উন্নয়ন সংস্থা সিএসডির প্রধান কর্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিএসডির নির্বাহী পরিচালক মো.নাসির উদ্দিন, প্রোগ্রাম অফিসার মো.নজরুল ইসলাম, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মো.আবদুল ওয়াহেদ ও সবুজের অভিযান ফাউন্ডেশনের ফিল্ড ফেসিলিটেটর শামীমা নাসরিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ, শিশু অধিকার, নির্যাতিত নারীদের আশ্রয়স্থল (সনদ) প্রতিষ্ঠা, নারী ও শিশু পাচার রোধ, মা ও শিশু স্বাস্থ্য ও পারিবারিক কলহ নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply