রবিবার সকাল ৯টায় মানিকগঞ্জে কভিক ১৯ করোনা ভাইরাসের উপসর্গে সূচিত্রা (২৬) নামের এক নারীর মৃত্য হয়েছে।
মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বলড়া ইউনিয়নের বড়ইচরা গ্রামের মোদী দোকানদার নিতাই সরকারের স্ত্রী সূচিত্রা একজন গৃহিনী। সরেজমিনে জানা যায়, সূচিত্রা সরকার গত ৭দিন যাবত জ্বর, কাশি ও শ্বাসকষ্ট এবং গত ২ দিন যাবত পাতলা পায়খানায় আক্রান্ত ছিলেন।
আজ অবস্থার অবনতি হলে তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতালের উপ পরিচালক এস এম মনিরুজ্জামান বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান। এছাড়া আরো জানা যায়, গত ৭ দিন আগে ওই নারীর শ্বশুর মারা যান। তার শেষকৃত্য অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আত্মীয়স্বজনের সমাগম হয়েছিল। সেখানে আসা কোন এক ব্যাক্তির সংস্পর্ষে তিনি আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, নির্দেশনা অনুযায়ী মৃত্য ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক এস এম ফেদৌস বলেন, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমীন স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় জনগনের উপস্থিতিতে নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও তাদের নিকটতম প্রতিবেশীদের আনুমানিক ১৫টি পরিবারকে লকডাউন করা হয়েছে। একই সাথে হাসপাতালকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হলে পুরো গ্রামকে লকডাউন করা হবে।
Leave a Reply