করোনা পরিস্থিতি মোকাবেলায় মানিকগঞ্জের সিংগাইরে দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা দেয়া শুরু করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার বিকেল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও রুনা লায়লা তালেবপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৯টি ওয়ার্ডের ১০০ জনকে এ খাদ্য সহায়তা প্রদান করেন। প্রত্যেকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু ও ১টি লাইফবয় সাবান দিয়ে এই কার্যক্রম শুরু করেন। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ও তালেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলীসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply