মহামারি করোনার প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসেবে সাটুরিয়া উপজেলার বরাঈদ ইউনিয়নের ৭৪নং ফাজিলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তিল্লী ইউনিয়নের আয়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর আয়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৮ জন হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম স্কুল প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মাইনুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শাহরিয়ার মাহমুদ রঞ্জু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জনাব তামিম এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
Leave a Reply