মাধবপুর শাহজালাল সরকারি কলেজে নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত
হৃদয় এস এম শাহ্-আলম
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী মনতলা শাহজালাল কলেজে ২০২১- ২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা , নবীন বরণ,সাস্কৃতিক অনুষ্টান ও পিঠা উৎসব করা হয়েছে।
বুধবার (০২মার্চ) কলেজ ক্যাম্পাসে দিন ব্যাপি এই অনুষ্টান চলে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও কাউছার আহামেদ – জান্নাতুল ফেরদৌস রিতুর যৌথ সঞ্চালনায় পরিচিতি ও নবীন বরন সভায় বক্তব্য রাখেন রাখেন প্রভাষক নুরুল ইসলাম, অলক চক্রবর্তী, কলেজের শিক্ষার্থী হৃদয় এস এম শাহ আলম সহ অনেকেই।অনুষ্টানে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে পিঠা উৎসবে অংশ নেন বাহারি পিঠা ঘর,ফাল্গুনের পিঠা ঘর,মধুর হাড়ি পিঠা ঘর,বন্ধ পিঠা ঘর,বিএনসিসি পিঠা ঘর সহ অসংখ্য গুলো!
পরিচালনা হৃদয় এস এম শাহ্-আলম,মোঃ মামুনুল ইসলাম পাঠান,মুসাব্বির,দূর্জয়,এনামুল হোসেন আবিন ইসতিহাক, মাহবুব, সালেক,খাদিজা জবা,সাদিয়া ইসলাম, জুমা, রেহেনা, বুশরা, নাবিলা,তানিস সুবর্ণা,উম্মে আয়মান,আয়নুল ইসলাম,মুন্নী,তৌহিদা সহ অনেকেই।
Leave a Reply