হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার ২৯ জুন ২০২১তারিখে ধর্মঘর বিজিবি অভিযান চালিয়ে সকালে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ ৪জন মাদক পাচারকারীকে একটি সি এনজি অটোরিক্সা সহ আটক করেছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল এসএমএন সামীউন্নবী চৌধুরী জানান, মঙ্গলবার সকালে ধর্মঘর বিওপির সুবেদার আঃ হামিদ এর নেতৃত্বে একদল বিজিবি জোয়ান ধর্মঘর-মোহনপুর সড়কের কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। পরিচালনা কালে গাঁজা সহ বরগুনা জেলার বেতাগী উপজেলার দক্ষিণ করোনা গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে আজিজ হাওলাদার(৫১),বি-বাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মিয়া হোসেনের ছেলে দারু মিয়া(২১), ঢাকা মহাখালী বৌ বাজার বস্তির আবু কালামের ছেলে রাজু মিয়া(২৫) এবং একই এলাকার আবুল হাশেম এর ছেলে রমজান আলী(২২) একটি সিএন জি অটোরিক্সা সহ আটক করে তাদের হেফাজত থেকে ৪কেজি গাঁজা উদ্বার করা হয়।
Leave a Reply