মাধবপুরে মানবসেবার জাতীয় পর্যায়ে অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ রিদওয়ানুল্লাহ এর উদ্যোগে ২০ শে জুলাই মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা ৭ নং জগদীশপুর ইউনিয়ন মির্জাপুর গ্রামে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার নগদ অর্থ প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মাধবপুর উপজেলা প্রতিনিধি মোঃ কবির আহমদ ভূঁইয়া ,আলী হোসেন, শাহানুর আলম ,তানভির , জামিল আহমদ ,বাহাউদ্দিন সিয়াম, আব্দুল্লাহ মামুন, প্রমুখ সংগঠনের চেয়ারম্যান মোঃ মিছবাহ উদ্দীন ভূঁইয়ার পক্ষ থেকে জানানো হয় দেশের এই সংকটময় মুহূর্তে অতীতের ন্যায় বাংলাদেশ রিদওয়ানুল্লাহ সুবিধাবঞ্চিত মানুষের পাশে অবস্থান করছে তারই অংশ হিসেবে উক্ত ঈদ উপহার নগদ অর্থ প্রদান করা হয় তাছাড়া বর্তমান পেক্ষাপটে করোনা সংকটে সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশ অস্থির হয়ে পড়ছে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত কোটি কোটি মানুষ। বর্তমান বৈশ্বিক দুর্যোগময় সময়ে এ মানবিক সংগঠন বাংলাদেশ রিদওয়ানুল্লাহ মুসলিম সম্প্রদায়ের বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা প্রতিটি মানুষ যেন একটু ভালো খাবার খেতে পারে একটু ভালো থাকতে পারে সে চেষ্টাই করে যাচ্ছে সংগঠনের নিঃস্বার্থ কর্মীরা উল্লেখ্য যে বাংলাদেশে রিদওয়ানুল্লাহ সংগঠন দেশের অনেক জেলায় দীর্ঘ সময় ধরে অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সাহায্য সহযোগিতা এবং সর্বস্তরের মানুষের প্রয়োজনে রক্ত দান সামাজিক সকল কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
Leave a Reply