হবিগঞ্জের মাধবপুরে জাতীয় হিন্দু ছাত্র বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।এসময় উপস্থিত ছিলেন হিন্দু ছাত্র মহাজোট নবগঠিত আহবায়ক কমিটির সদস্য গণ আহ্বায়ক বিপ্রতীপ মোদক তন্ময়,যুগ্ম_আহবায়ক অর্জুন পাল,পল্লব ভৌমিক,দূর্জয় পাল,দীপক পাল,হৃদয় পাল,হৃদয় সরকার,সদস্য সচিব সজল দেবনাথ (প্রান্ত),অনিক পাল,প্রবাল পাল,রাখেশ দেবনাথ,অনিক পাল,সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। হবিগঞ্জ জেলা শাখার হিন্দু ছাত্র মহাজোট সভাপতি _আদ্বৈত্য দেব ও সাধারণ সম্পাদক _ পংকজ সরকার ও আরও জেলা নেতৃবৃন্দের এর উপস্থিতিতে এবং বাংলাদেশ হিন্দু মহাজোট মাধবপুর উপজেলা শাখার সভাপতি;- মনোজ মোদক এর পরিচালনায় নওয়াগাও গিরি দারি মন্দিরে আজ বিকাল ৪ ঘটিকায় সভাটি অনুষ্টিত হয়। এবং ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
Leave a Reply