বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

মাদক চোরাকারবারী সুস্থ সমাজের শত্রু;- আমিনুল হক চৌধুরী! ? Matrijagat TV

মোহাম্মদ ইয়াকিন- বার্তা প্রধান, ক্রাইম সার্চ টিম, মাতৃজগত টিভি।
  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০২০

 

ভবিষ্যত #প্রজন্মকে মাদক #চোরাকারবারী হবার #লোভ থেকে #নিরুৎসাহী করুন – কঠোর #শাস্তি নিশ্চিত করে।

মাদক #চোরাকারবারী এবং মাদকের চোরাকারবার করে অর্জিত #অবৈধ অর্থের মালিক কখনোই #সুস্থ সমাজের অংশ হতে পারে না।
ভয়ংকর মাদক ইয়াবা চোরাকারবার করে অর্জিত বিপুল অবৈধ অর্থের মালিকদের বিষয়ে খুব শীঘ্রই #তদন্ত শুরু হবে।
রাজনৈতিক দল /আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য / সমাজের যেকোন ব্যক্তি(সে যেই হোক), যারা এই ঘৃণ্য অপরাধে মদদ যুগিয়ে যাচ্ছে তাদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

√(গোপনীয়তা রক্ষা করা হবে)

বাংলাদেশে চোরাকারবার ব্যতীত এমন কোন #বৈধ #ব্যবসায় নেই অন এন এভারেজে 20% এর উপরে #প্রফিট মার্জিন রয়েছে ! একজন ব্যক্তির অস্বাভাবিক আয়ের উৎস বের করা জটিল কিছু নয়।

বাংলাদেশ #ব্যাংকের Money Laundering এবং Financial Crime prevention cell #তদন্তের মাধ্যমে নামে /বেনামে রক্ষিত সমস্ত সম্পদের তথ্য উৎঘাটন করে শাস্তি নিশ্চিত করতে পারে।

√মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে #সামাজিক প্রতিরোধের শুরু যার যার অবস্থান থেকে #তথ্য দিয়ে সহযোগিতা করে হতে পারে।

ইতিমধ্যে আমার হাতে #তথ্য #এসেছে
বিগত দশ /বারো বছর ধরে উখিয়ায় বৈধ ব্যবসার আড়ালে #ছদ্মবেশী এক ইয়াবা #সিন্ডিকেট #প্রধান তার ইয়াবা পাচারের একজন #গরীব #বাহককে পরবর্তীতে সহযোগিতা করতে রাজি না হওয়ায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগসাজশ করে ধরিয়ে দিয়ে অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে #জেলের ঘানি টানানো হচ্ছে।

#সুস্থ_সমাজ_বিনির্মানে_এগিয়ে_আসুন।

মাদক চোরাকারবারীকে সামাজিকভাবে বয়কট করুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581