সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপার হাসিবুল আলম এর সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভাতে সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বলেছেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতেই পুলিশে যোগ দিয়েছি। এ যুদ্ধ চলছে এবং চলবেই। শিক্ষা জীবনে মাদকের কারণে অনেক মেধাবী বন্ধুদের ধ্বংস হয়ে যেতে দেখেছি। তখন থেকেই পুলিশে আসার চিন্তা করেছি। সোমবার (২০ জানুয়ারি) সকালে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি আরও বলেন যে মাদক বিক্রি করবে আমরা তার প্রতি ততটাই নির্মম হবো। সঠিক ও নিরপেক্ষ তথ্য দিন, কাজ করার দায়িত্ব আমার।
তিনি বলেন, কোন নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা হলে আমার চেয়ে কঠোর কেউ হবে না।পুলিশের কোন কর্মকর্তা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নবাগত পুলিশ সুপার বলেন, ইভটিজিংসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতারোধে কাজ করবে পুলিশ। মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, হেলাল আহম্মেদ, আব্দুল কুদ্দুস প্রমূখ বক্তব্য রাখেন।
Leave a Reply