মো: ইয়াছিন শেখ ঈশ্বরদী প্রতিনিধি : কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ঠেকানোর পাশাপাশি মাদকমুক্ত রাখতে ঈশ্বরদী উপজেলাবাসীর সহযোগিতা কামনা করে থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসির উদ্দিন বলেছেন, দুরারোগ্য ব্যাধির মত মাদক আমাদের দেশের তরুন সমাজের একটা অংশকে গ্রাস করার চেষ্টা করছে। যুব শক্তি একটি দেশের প্রাণ-মেরুদন্ড। মাদকের ভয়াল ছোবলে দেশের মেরুদন্ড যুবসমাজ হুমকির মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ পুলিশের (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বিপিএম মহোদয় মাঠ পর্যায়ে সকল অফিসারদের সাথে এক মতবিনিময় সভায় বাংলাদেশকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় ঈশ্বরদী সংশ্লিষ্ট থানা পুলিশ বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় মাদকমুক্ত করতে পাবনা জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম মহোদয় এর নির্দেশে ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন সহ বাস্তবায়নে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। যার প্রেক্ষিতে করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন ঈশ্বরদী থানা পুলিশ। এমতাবস্থায় ঈশ্বরদী উপজেলার সুধীজনদের নিকট বিনীত অনুরোধ করে বলেন, দেশের বৃহৎ স্বার্থে এবং সম্ভাবনাময় তরুন প্রজন্মকে বাঁচাতে উপজেলার প্রত্যেক এলাকায় মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি, তাদের আশ্রয়দাতা সহ মাদকসেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানাচ্ছি। দেশের বৃহৎ স্বার্থে আপনাদের সহযোগিতায় থানা পুলিশ কৃতজ্ঞতার সহিত স্মরণ রাখবে, পাশাপাশি তথ্য প্রদানকারীর গোপনীয়তা রক্ষা করবে থানা পুলিশ। আপনাদের চারপাশে ঘটে যাওয়া যে কোন অপরাধের সংবাদ আমাকে জানান। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তথ্য দিন সেবা নিন। সকলের আন্তরিক সহযোগিতায় ঈশ্বরদী উপজেলাকে অচিরেই মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Leave a Reply