দেশের বহুল জনপ্রিয় ও পঠিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মাতৃজগত টিভির সম্মানিত চেয়ারম্যান খান সেলিম রহমানের পিতার শরীরে অস্ত্রোপাচারের আজ ৩য় তম দিন।
মহান সৃষ্টি কর্তার রহমতে তিনি বর্তমানের আগের তুলনায় সুস্থ রয়েছেন।
এদিকে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্মানিত সম্পাদক মহোদয়, মাতৃজগত টিভির সম্মানিত চেয়ারম্যান মহোদয়, বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের সভাপতি, আমার পিতৃতুল্য খান সেলিম রহমান স্যারের পিতার সুস্থতার জন্য, গাজিপুরের এক মসজিদে একটা মিলাদের আয়োজন করা হয়েছে।
বাদ জুম্মা, মিলাদ ও দোয়া। খান সেলিম রহমান স্যারের পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন- জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত টিভি ব্যুরো প্রধান মোঃ হুমায়ূন কবির, মোঃ আতিকুর রহমান স্টাফ রিপোর্টার মাতৃজগত,শাপলা স্টাফ রিপোর্টার মাতৃজগত, মোঃ মাসুম রানা থানা প্রতিনিধি, শ্রীপুর গাজীপুর, এস,এম তৈয়বুর রহমান গাজীপুর প্রতিনিধি, গাজীপুর।
দেশবাসীর নিকট উনার সুস্থতার সকলের নিকট দোয়া কামনা করছি।
Leave a Reply