আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টঃ
জামালপুর জেলা সদরের রনরামপুর কপালীপাড়া গ্রামে মসজিদ কমিটির দন্ধে, মুক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত মুক্তার হোসেন কপালীপাড়া গ্রামের ফরহাদ হোসেনের পুত্র।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার জানান, কপালীপাড়া নতুন জামে মসজিদের কমিটি নিয়ে প্রতিবেশি আব্দুল মজিদ ও তার তিন পুত্রের সাথে বিরোধ চলে আসছিল নিহত মুক্তার হোসেনের।
এই বিরোধের জেরে আজ সোমবার (৩ রা আগষ্ট) দুপুরে মসজিদের পাশেই তাকে পিটিয়ে ও শাবল দিয়ে আঘাত করে গুরুত্বর আহত করে। আহত মুক্তারকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে
ঘোষণা করেন।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গ থেকে পোষ্ট মটেম করা হয়। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার।
Leave a Reply