গাজীপুর মহানগর এখন মশার রাজত্ব, নেই সিটি কর্পোশনের কোন পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানাভাবে আলোচনা, নেই সিটি মেয়রের কোন তৎপরতা, মশার কামরে দেখা দিচ্ছে না না রকম রুগের। মহানগর টঙ্গী এলাকায় ঘনবসতি ছিন্নমূল মানুষের বসবাস, মশারী কিংবা প্রতিদিন কয়েল কেনার মত টাকা থাকে না, তাই সুবিধা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম এর ছোট ভাই এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম শিমুল এর উদ্যোগে সুবিধা বঞ্চিত ১০০ টি পরিবারের মাঝে মশারী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা শিরিন বেগম। মহানগর কমিটির সভাপতি সেলিম মাহমুদ। শফিকুল ইসলাম শিমুল বলেন যেখানে আমরা মশারী এবং না না রকম স্রিপে ব্যাবহার করেও মশার যন্ত্রণার হাত থেকে রক্ষা পাইনা, আর এসব ছিন্নমুল মানুষ মশারী ছাড়া ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে গুমায় কেমনে, সেই চিন্তা থেকে আমি তাদের মাঝে এই মশারী বিতরণ করার সিদ্ধান্ত নেই, আজকে বেশ কিছু মানুষের মাঝে এই মশারী বিতরণ করি,এবং আরও কিছু মশারী বিতরণ করার জন্য পরিকল্পনা আছে।
Leave a Reply