বেসরকারি সংগঠন মর্ডান ডেভলপমেন্ট অর্গানাইজেশন এমডিও এর উদ্যোগে দুই শত হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে গুনের গাতীঁ গ্রামে এমডিও নির্বাহী পরিচালকের বাসভবনে সামনে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন , সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন । এসময় মর্ডান ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( এমডিও) নির্বাহী পরিচালক মোঃ মাছউদ আহমেদ রোকনী , খোকশাবাড়ী ইউনিয়ন আ. লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন , যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল লতিফ সহ সংগঠন কর্মকর্তা উপস্থিত ছিলেন । ত্রাণ সামগ্রী মাঝে ছিলো চাল ৫ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, ৫০০ সয়োবিন তেল গ্রাম,৫০০ গ্রাম চিনি ৫০০ গ্রাম ছোলা ও একটি ডেটল সাবান বিতরণ করা হয় ।
Leave a Reply