মহিলাটির স্বামী মারা গেছে ৪ বছর ধরে খুব গরিব মানুষ তার ৪ টি ছোট ছোট ছেলে নিয়ে খুব কষ্টে ময়মনসিংহ শেরপুরে বাস করেন এই মহিলার ৩ বছরের ছেলে রতন (৩০) নামের এক প্রভাবশালির জমিতে খেলতে গিয়ে নাকি টয়লেট করে দিসে এই জন্য তার ছেলেকে মেরে ২ টা আঙ্গুল ভেঙে দিয়েছে শিশুটি এই অবস্থায় কান্না করতে করতে বাসায় আসলে এই বিধবা মহিলা, প্রভাবশালি রতন মিয়ার বাড়ীতে গেলে মহিলাকে মেরে রক্তাক্ত করে এবং রতন মিয়ার পরিবারের সবাই মিলে এই বিধবা মহিলা ও তার ছোট ছোট ৪ এতিম সন্তানদের অনেক মারধর করে এখন এই মহিলা গুরুতর অসুস্থ তার বাবার বাড়ী ঢাকা, ময়মংসিংহে তার কেউ নাই তার স্বামী মারা গেছে আজ ৪ বছর এই রতন তাদের কে এর আগেও অনেকবার মেরেছে শুধু তাই নয় উনার বড় ছেলে লাইভ করায় তাকে পরের দিন আবার মেরে সে লাইভ ডিলেট করায় আর বলেছে পুলিশ আনলে তাদের কল্লা কাটবে এই রতনের অনেক ক্ষমতা বিধবা মহিলা ও তার বৃদ্ধ শশুর শাশুরি ছাড়া আর কেও নাই মাননীয় প্রধান মন্ত্রীর কাছে এর সুস্থ ও সঠিক বিচারের দাবি রইলো এবং এই রতন কে আইনের আওতায় আনা হোক সবাই দয়া করে শেয়ার করবেন। যাতে অতি তারাতাড়ি পুলিশ সন্ত্রাসী রতনকে ধরতে পারে এবং সমাজের উচ্চবর্গের চোখে এই পোস্টা পড়ে।
Leave a Reply