সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

মণিরামপুর উপজেলার গাংগুলিয়া মাঠে ঘুর্ণি ঝড়ে কলা ক্ষেত লন্ডভন্ড লাখ লাখ টাকা ক্ষতি! ? Matrijagat TV

আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।।
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের গাংগুলিয়া গ্রামে গত মঙ্গলবার রাতে আকশ্বিক ঘুর্ণি ঝড়ে প্রায় ২৫ বিঘা জমির কলাগাছ উপড়ে গেছে। ফলে বর্গাচাষি কৃষকদের ২৫ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে। ক্ষতি গ্রস্থ চাষীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার রোহিতা ইউনিয়নের গাংগুলিয়া গ্রামের কয়েকটি হতদরিদ্র পরিবার ধনি ব্যক্তিদের কাছ থেকে প্রতি বিঘা জমি বাৎসরিক ১৫ হাজার টাকা হারে জমি লিচ নিয়ে কলা চাষ করছে। সরজমিন ঘুরে কথা হয় কৃষক শফিকুল ইসলাম এর সাথে, ২ বিঘা জমি লিচ নিয়ে কলা চাষ করেছেন। ঘুর্ণি ঝড়ে ৪২৩ টি কলাগাছ উপড়ে গেছে। যার ক্ষতির পরিমান প্রায় ২ লক্ষাধিক টাকা।

কৃষক ইমদাদুল হকের ৪ বিঘা জমির প্রায় সাড়ে পাঁচ শতাদীক কলাগাছ ভেঙ্গে গেছে, যার ক্ষতি প্ররিমান প্রায় ৩ লাখ টাকা।
কৃষক আইনুলের ২ বিঘা ৫ কাটা জমির ৪১০ টি কলাাছ ভেঙ্গে গেছে, যার ক্ষতির পরিমান প্রায় আড়াই লাখ টাকা।
আসাদুলের ২ বিঘা জমির ৩৫২ টি কলাগাছ ভেঙ্গে গেছে, যার আনুমানিক ক্ষতির পরিমান প্রায় ২ লাখ টাকা, ওমর ফারুখের ১বিঘা ১৫ কাটা জমির প্রায় ২শটি কলাগাছ ভেঙ্গে গেছে। ক্ষতির পরিমান প্রায় দেড় লাখ টাকা। আলী মুনছুরের ৩ বিঘা জমির ৪৭৫টি গাছ ভেঙ্গে গেছে, ক্ষতির পরিমান প্রায় ৩ লাখ টাকা।

শাহাদাতের ২ বিঘা জমির সাড়ে তিনশটি গাছ ভেঙ্গে পড়েছে, ক্ষতি হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। খায়রুলের ৩ বিঘা জমির প্রায় ৪ শটি ও কাউছারের আড়াই বিঘা জমির ৩৪০টি কলাগাছ ঘুর্ণি ঝড়ে ভেঙ্গে ও উপড়ে গেছে। তাদের দুজনের ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা। সরেজ জমিনে দেখা গেছে, গ্রামের ৯ জন কলাচাষির ২০ লাখ টাকার অধিক ক্ষতি সাধন হয়েছে। এ বিষয়ে কলাচাষি শফিকুল ইসলাম ও আমিনুল ইসলাম বলেন, অন্যের জমি লিচ নিয়ে প্রচুর টাকা ব্যয় করে আমরা কলাচাষ করেছি। এখন প্রতিটি কলাগাছে কলার খানদি পড়েছে। ঘুর্ণি ঝড়ে খানদি ভরা কলাগাছ ভেঙ্গে পড়ায়, আমরা দিশেহারা হয়ে পড়েছি। এদিকে ক্ষতি গ্রস্থ কলাচাষিরা যেন সরকারের সহয়তা পায়, তার জন্য সংশ্লিষ্ঠ মহলের সহনাভুতি কামনা করেছেন কলা চাষীরা।

স্থানীয় ইউপি সদস্য সঙ্গে কথা হলে, তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত কলা চাষীরা মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছে ও আর্থিক ভাবে দারিদ্রতার কারণে পথে বসতে চলেছে। সরকারি ভাবে তাদের জন্য কোন সহায়তা প্রদান করলে, পরিবারের সদস্যদের নিয়ে চলতে পারবে বলে জানা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581