মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া আমল বাজারের পশ্চিম পাশে মাঠ সংলগ্ন মজিব সেনা ঐক্য পরিষদের আয়োজনে ৫ম বারের মতো নুসরাত জাহান নুহা লংপিছ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে অনুষ্ঠিত উক্ত ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি, আবুল হাসেম সিরাজ কাজী।মজিব সেনা ঐক্য পরিষদের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন মনপুরা উপজেলার(আর টি ও)অফিসার সুমন রেজা, প্রধান অতিথি হিসেবে মজিব সেনা ঐক্য পরিষদের ফাইনাল খেলা উপস্থিত ছিলেন মনপুরা উপজেলার আ’লীগ সাধারণ সম্পাদক ও ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা বাবুল মাতব্বর, ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য, মোঃসোহেল, মনপুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন (সাগর),সাধারণ সম্পাদক, সুমন ফরাজি ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ান ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ঢালী সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হেলাল,ডাচ্ বাংলা ব্যাংক এর হাজিরহাট শাখার কর্মকর্তা মোঃসোহাগ প্রমূখ। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃরাসেদুল ইসলাম রাসেদ ও আইয়ুব আলী। আয়োজকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সোবাহান মোল্লা,কাদের রাজু রাকিব হোসেন (রনি),রাকিব হাওলাদার প্রমূখ। ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাশরাফি ক্লাব একাদশ বনাম ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন মাস্টার হাট (মেঘনা) একাদশের ফাইনাল খেলাটি বিকেল ২টায় অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বিরাট জয়ের ব্যবধানে মাষ্টার হাট(মেঘনা) একাদশকে হারিয়ে মাশরাফি একাদশ চ্যাম্পীয়ন হয়।চ্যাম্পীয়ন হয়ে ঘরে ফিরে মাশরাফি একাদশ। খেলায় ম্যান অবঃ দ্যা ম্যাচ জিতে মাশরাফি একাদশের খেলোয়াড় মোঃ মেহেদি , পরিশেষে প্রধান অতিথি চ্যাম্পীয়ন ও রানারআপ দুই দলের অধিনায়ক ও টিম ম্যানেজার এর হাতে তুলে দেন।
Leave a Reply