কুষ্টিয়া,২৬জুন ২০২১// ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করে বিশ্রামের সুযোগ পাচ্ছে না জাতীয়দলের ক্রিকেটাররা।২৬ জুন ডিপিএল এর খেলা শেষ করে দুই দিন পরেই ২৯ জুন ছুটতে হচ্ছে জিম্বাবুয়ে টেস্টের জন্য টেস্ট সদস্যদের। আগামী ৭ জুলাই থেকে রাতে শুরু হবে স্বাগতিক জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। এই ম্যাচ কে সামনে রেখে টাইগাররা ২৯ জুন দেশ ছাড়বে। জাতীয় দল ব্যবস্থাপনা সূত্র বিডিক্রিকটাইমকে বিষয়টি নিশ্চিত করেছে।সূত্র জানায়,’২৯ জুন বোর ৪ টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে জিম্বাবুয়ের উদ্দেশে রওয়ানা হবেন বাংলাদেশ টেস্ট স্কোয়াডের সদস্যরা’। টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশ থেকে সফরে গেলেও সাকিব আল হাসান যাবেন যুক্তরাষ্ট্র থেকে। সূত্র জানিয়েছে, টেস্ট দলের বহর জিম্বাবুয়ে পোঁছানোর একদিন পরই সাকিব যুক্ত হবেন স্কোয়াডের সাথে।২৯ জুনের বহরে থাকছে শুধু টেস্ট দল। জিম্বাবুয়েতে টাইগাররা থাকবে যথারীতি জৈব সুরক্ষা বলয়ে। তবে নেই কোয়ারেন্টিনের জটিলতা। তাই তিন ফরম্যাটের দল আলাদাভাবে যাবে সফরে।একমাত্র টেস্ট শেষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। সফরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে।
Leave a Reply