মোঃ এমরান হাসান আলীম
লালমোহন প্রতিনিধি
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের সময়ে দেশের বিদ্যুৎখাতে অবস্মরণীয় উন্নয়ন হয়েছে। এক সময়ের অন্ধকারের জনপদ এখন বিদ্যুতের আলোয় আলোকিত। প্রত্যান্ত অঞ্চলের সকল ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরাঞ্চলেও বিদ্যুৎ সুবিধা দেয়া হচ্ছে।
সোমবার সকালে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে লালমোহন বিদ্যুতের জোনাল অফিসের ভবন উদ্বোধন শেষে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় এমপি শাওন এসব কথা বলেন।
তিনি বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নত বিশ্বে মডেল হিসাবে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর সততা, ন্যায়, নিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনার দক্ষতা সারা বিশ্বে প্রশংসার দাবীদার।
তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ দীর্ঘদিন পিছিয়ে ছিল। এ খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে তার প্রস্তাবে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে দলীয় ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রæতি দেওয়া হয়। সে সময় বিরোধী পক্ষ ডিজিটাল বাংলাদেশ নিয়ে নানা কটাক্ষ, সমালোচনা করলেও আজ তথ্য ও প্রযুক্তিগত সুবিধা মানুষের হাতের মুঠোয়। দ্রæত ডিজিটাল প্রযুক্তির প্রসারে এগিয়ে থাকা দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে।
পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম শাহীন আহসানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মো, রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরও অনেকে।
Leave a Reply