নুরআলম নাহিদ কুড়িগ্রামঃ
ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুলাভাই ও শ্যালিকার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মৃত দুলাভাইয়ের নাম শাহজাহান আলী (৪২) ও শ্যালিকা নাজমা খাতুন (২২)। মৃত শাহজাহান আলী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল মজিদের পুত্র। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শ্যালিকা নাজমা খাতুনকে নিয়ে দুলাভাই শাহজাহান আলী মোটরসাইকেল যোগে ভূরুঙ্গামারী শ্যালিকার শশুড়বাড়ী আসার পথে আন্ধারীঝাড় বাজারের সন্নিকটে পৌছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৬৪৮২) চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। ট্রাকটি জয়মনিরহাটে রেখে চালক পলাতক রয়েছে।
ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং ঘটনাস্থলে তিনি রয়েছেন বলে জানান।
Leave a Reply