ভালোবাসা দিবসে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে দোহার ব্লাড ব্যাংক ও বিডি ক্লিন দোহার স্বেচ্ছাসেবী সংগঠন। ভালোবাসা দিবসে তারা করোনাকালীন সম্মূখ যোদ্ধা স্বাস্থ্যসেবী, পুলিশ ও সাংবাদিকদের গোলাপ ফুলের শুভেচ্ছা জানান। এছাড়া পথ শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন সংগঠনগুলো। একই সাথে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমন্বয়ক মুরাদ হোসেন পাপ্পু বলেন, ভালোবাসার কোন সীমাবদ্ধ নেই। সবার জন্যই ভালোবাসা এমন প্রত্যয় নিয়ে আমাদের এই আয়োজন। পথশিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অন্যরকম অনুভূতি। সেই সাথে যারা করোনার সম্মূখযোদ্ধা হিসেবে কাজ করেছে আমরা চেয়েছিলাম তাদের সম্মান জানানো। আজ বিশ্ব ভালোবাসা দিবস তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম। এসময় সহ-সন্বয়ক সোহাগ মাহমুদ হান্নান, হাবিবুর রহমান ঠান্ডু, তৌহিদ রাসেল, রিপন শরীফ, সাদ্দাম হোসেন লিটন, চাঁদনি ভূইয়া, মো. মোয়াজ, আবির শিকদার, জেবুন্নেছা বেগম সহ বিডি ক্লিন ও দোহার ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply