২৬-২৭ মার্চ-২০২১ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র বাংলাদেশ সফরের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী মন্দির পরিদর্শন উপলক্ষে করণীয় শীর্ষক ‘অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মার্চ-২০২১) শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী মন্দির প্রাঙ্গণে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার), জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ। এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে বিভাগীয় কমিশনার মন্দির প্রাঙ্গণ, নির্মানাধীন হেলিপ্যাড ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শনপূর্বক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
Leave a Reply