পাবনা,ভাংগুড়ার উপজেলা যুবলীগ নেতা মোঃ ইবনুল হাসান শাকিল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান হাসান আরিফ, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শামীম আহম্মেদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। আজ রবিবার দৈনিক মাতৃজগত প্রতিনিধি সাথে অনলাইনে যুক্ত হয়ে শামীম আহেম্মদের সুস্থতা কামনা করেন মোঃ ইবনুল হাসান শাকিল ও মোঃ ইমরান হাসন আরিফ। তারা বলেন, শাসীম আহমেদ অসুস্থ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’ গতকাল ১৫ই মে বিকালে মোটর সাইকেল সড়ক দুর্ঘটনা মর্মান্তিক আহত হন। তার শারীরিক অবস্থা অবনতি দেখা দিলে দ্রুত রাজশাহী সি ডি এম হাসপাতাল I S U এতে ভর্তি আছেন ।
Leave a Reply