শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

ভাওয়াল সাহিত্য পরিষদের যাত্রা শুরু “মৃত্যু ও তুমি- বইয়ের মোড়ক উন্মোচনের মাধ্যমে

চঞ্চল খান গাজীপুর:
  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

রাজেন্দ্রপুরের ইকবাল সিদ্দিকী কলেজের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে ভাওয়াল সাহিত্য পরিষদের অভিষেক হল লোকমান হোসেনের লেখা “মৃত্যু ও তুমি” বইয়ের মোড়ক উনে্মাচনের মাধ্যমে । ভাওয়াল গড়ের শাল গজারির ঐতিহ্য আর সাহিত্যের ঐশর্যের ইতিহাসকে সমুন্নত করতে শ্রীপুর ও গাজীপুরের আলোকিত মানুষদের সমন্বয়ে যাত্রা শুরু হল এই ভাওয়াল সাহিত্য পরিষদের । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাওয়াল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক ও লেখক ফজর আলী । সভাপতির দায়িত্ব পালন করেন ভাওয়াল সাহিত্য পরিষদের নব নির্বাচিত সভাপতি কবি, লেখক ও কথা সাহিত্যিক শাহান সাহাবুদ্দিন । ভাওয়াল সাহিত্য পরিষদকে সবার কাছে গ্রহন যোগ্য ও মান সম্মত সংগঠন হিসেবে দাঁড় করার জন্য যুক্ত করা হয় সমাজের বিভিন্ন শ্রেণির আলোকিত মানুষদের । উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয় ভাওয়াল বদরে আলম কলেজের বাংলা বিষয়ের অধ্যাপত অসীম বিভাকর, পিয়ার আলী কলেজের বাংলা বিভাগের প্রধান আহম্মাদুল কবীর খোকন, গাজীপুর জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক ফিরোজ মিয়া, ইকবাল সিদ্দিকী কলেজের প্রতিষ্ঠাতা প্রিস্নিপাল ইকবাল সিদ্দিকী, গাজীপুর জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরী, মোহনা পাঠাগারের সম্পাদক ইশ্রাফিল হোসেন, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, এড. বাবুল হোসেন খান, মুক্তিযোদ্ধা কলেজেরর সহকারি অধ্যাপক এমদাদুল হক ও লেখক, কলামিস্ট সাঈদ চৌধুরীকে। স্বাগত বক্তব্যে শাহান সাহাবুদ্দিন বলেন, আমরা আমাদের সাথের স্বপ্ন সারথী ও আলোকিত মানুষদের নিয়ে সামনের দিনগুলোতে সাহিত্য ছড়িয়ে দিতে চাই, চাই আলোর পঙ্তিকে বিস্তৃত করতে । ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান বলেন এমন জ্ঞানের আলোয় আলোকিত অনুষ্ঠানে আমার শিক্ষার্থীদের বিচরণে আমি মুগ্ধ । তিনি ভাওয়াল সাহিত্য পরিষদের সভাপতি শাহান সাহাবুদ্দিনকে উদ্দেশ্য করে বলেন এই সাহাবুদ্দিন ছোট বেলায় কোন অনুষ্ঠান হলেই দেখতাম আমাকে এসে বলতো-স্যার আমাকে একটু কথা বলেতে দিয়েন ! আর এখন সেই আলোর বিচ্ছুরণই আপনারা দেখতে পাচ্ছেন ! মূল্যবান বক্তব্য রাখেন ভাওয়াল গড়ের কৃতি সন্তান ও গাজীপুর জেলার শ্রেষ্ঠ সমাজকর্মী ফিরোজ মিয়া । তিনি ভাওয়াল সাহিত্য পরিষদের সবক্ষেত্রে তাঁর সহায়তার কথা ঘোষনা করেন এবং সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন । পিয়ার আলী কলেজের বাংলা বিভাগের প্রধান আহম্মাদুল কবীর খোকন বলেন আমরা চাই আমাদের সন্তানেরা আগামীর আলোর পথ দেখাক । তিনি আরও বলেন যেখানে কিছুই থাকেনা সেখান থেকেই নতুন কিছুর শুরু হয় । অনুষ্ঠানকে আরও বেশী মাধুর্য মন্ডিত করে তোলেন ভাওয়াল বদরে আলম কলেজের বাংলা বিভাগের অন্যপক অসীম বিভাকর । তিনি সব কৃতিত্ব দিয়ে দেন আয়োজকদের । ইকবাল সিদ্দিকী কলেজের অডিটোরিয়ামে এমন শুদ্ধ কাজের যাত্রা শুরুকে তিনি মূল্যায়ন করেন অনন্য উচ্চতা দিয়ে । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান রনি ,শিশুতোষ লেখক মিসকাত রাসেল, স্টুডেন্ট এ্যান্ড হিউম্যাণ লিংকের প্রধান সাব্বির হোসেন খোকন, শ্রেষ্ঠ গীতিকার মহসিন আহমেদ সহ ইকবাল সিদ্দিকী কলেজের শিক্ষক বৃন্দ ও সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ । সব শেষে এক বাক্যের গল্প লেখনীর পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581