মেহরান জওহার, স্টাফ-রিপোর্টারঃ
শনিবার (২৯ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার রতুলি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে মাদক বিক্রির নগদ ২০ হাজার ৪৬০ টাকা পাওয়া যায়।
আটককৃতরা হলো- বাবুল পাত্র (৪২) ও তার স্ত্রী আশা পাত্র (৩২)। এসময় তাদের কাছ থেকে গাঁজা বিক্রির ২০ হাজার ৪৬০ টাকা ও মাদক পাচারে ব্যবহৃত আটোরিকশা (সিএনজি) আটক করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বড়লেখা থানার এসআই মো. শরীফ উদ্দিন গাঁজাসহ দম্পতিকে আটকের বিষয়টি নিশ্চিত করে রবিবার বিকেলে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রতুলি বাজার থেকে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির ২০ হাজার ৪৬০ টাকা ও একটি সিএনজি আটক করা হয়েছে। রাতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply