মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

ব্রি ধান ২৮এবং ব্রি ধান ২৯ উপর কৃষকেরা নির্ভরশীল

মোঃ আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

“সিরাজগঞ্জে শাহজাদপুরে বোরো মৌসুমে ব্রি ধান ২৮ এবং ব্রি ধান ২৯ এর উপর নির্ভরশীল কৃষকরা। দীর্ঘদিন ধরে চাষাবাদ হওয়ায় রোগ-বালাই প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে ধানের এ দুটি জাত। , জাত দুটি বোরো মৌসুমের জন্য উচ্চ-ফলনশীল ধান। শাহজাদপুরে গাঁড়াদহ ইউনিয়নে মশিপুর গ্রামে মোঃ দুলাল কৃষক বলেন আমি পাঁচ বিঘা জমিতে দুটি জাতের ধান রোপন করেছি। ব্রি ধান ২৮ এবং ব্রি ধান ২৯ এই দুটি ধানের জীবনকাল হবে বপন করা থেকে ধান কাটা পর্যন্ত ১৪৩ দিন। এর ফলন প্রতি হেক্টরে সাত টন হবে। ধানটি প্রথমে গবেষণাগারে পরীক্ষা করা হয়েছে। তাই সিরাজগঞ্জে শাহজাদপুরের কৃষকেরা বলেন আমরা ব্রি ধান ২৮ ও ব্রি ধান ২৯ এর উপর আমাদের আস্তা আছে। এই দুইটি জাতের ধান চাষ করলে আমাদের কখনে লস হবে না। বোরো মৌসুমে ৪১ ভাগ জমিতে ব্রিধান ২৮ এবং ২৪ ভাগ জমিতে ব্রিধান ২৯ জাতের ধান আবাদ হচ্ছে। জনপ্রিয় এই জাত দুটিই মোট আবাদি এলাকার ৬০ ভাগ দখল করে থাকে। ১৯৯৪ সালে উদ্ভাবিত এ জাত দুটি এখনও কৃষকদের কাছে জনপ্রিয়।## মোঃ আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ মোবাইল০১৬৭৩০৭৩৭৯২#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581