ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সারা দেশের জেলা, উপজেলা পর্যায়ে মোট ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এর মধ্যে মুজিববর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ জুন) ৫০টি মডেল মসজিদ-সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুরে বেলা সোয়া ১১টার দিকে গণভবন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মুকবুল হোসেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পবিত্র কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ৩৪ হাজার মানুষ লাইব্রেরিতে পড়াশোনার সুযোগ পাবেন। এছাড়া মসজিদের খতিব ও ইমামদের মাধ্যমে প্রতিবছর সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনামুলক কার্যক্রম পরিচালিত
Leave a Reply