২০/০৫/২১ মে আজ বৃহষ্পতিবার সকালে মহাসড়কের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে । পুলিশ ও স্থানীয়রা জানায় সিলেটগামী একটি প্রাইভেটকার আমতলী এলাকায় পৌঁছলে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় । এতে ঘটনা স্থলেই প্রাইভেটকারের ১ যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরও ২ জন মারা যায়। নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ । খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ জামাল জানিয়েছেন নিহত ২ জনের মরদেহ হাইওয়ের থানায় ও ১ জনের মরদেহ মাধবপুর স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।
Leave a Reply