‘চারিদিকে উৎসব, পরিপূর্ণ নিয়ন আলোয়……’ এটি একটি গানের লাইন। বাংলাদেশের যুবক সম্প্রদায়কে এক সময় বেশ উজ্জীবিত করে রেখেছিল ব্যান্ড সঙ্গীতশিল্পী হাসানের এ গানটি। ব্যতিক্রমী ভোকালের অধিকারী এ ব্যান্ডশিল্পীর সম্পূর্ণ নাম সৈয়দ হাসানুর রহমান। যদিও ব্যান্ডের ভোকাল হিসেবেই জনপ্রিয় তিনি। তবে তার গীতিকার ও সুরকার সত্তার সঙ্গে অনেকেই পরিচিত নন এখনও। ১৯৯৬ সালে ‘আর্ক’ ব্যান্ডে থাকাকালীন ‘তাজমহল’ নামক যে অ্যালবাম বের করেন, তার সবগুলো গান তিনিই লিখেছেন। এমনকি সুরও করেছেন তিনি নিজেই।২০০২ সালে আর্ক ব্যান্ড ছেড়ে স্বাধীনতা নামক নতুন দল গঠন করেন তিনি। বছর দুয়েক পেরুলে ‘জন্মভূমি’ নামক আরেকটি ব্যান্ডদল গঠন করেন। কিন্তু ২০১০ সালের শেষের দিকে পুনরায় আর্ক ব্যান্ডে ফেরৎ আসেন সঙ্গীতশিল্পী হাসান। আজ ১৯ এপ্রিল, তার জন্মদিন। এ উপলক্ষে প্রিয়.কম ফোন করে হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান- আজ তার জন্মদিন নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই।
Leave a Reply