বোরহানউদ্দিন প্রতিনিধি:-ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সজিব(১০) নামক কিশোরের জুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
২১ই আগষ্ট বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নের ৯ নং অনু সরকারের বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশটি পাওয়া যায়।জানা যায় নিহত কিশোর সজিব টবগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আনু সরকার বাড়ির প্রবাসী রিয়াজ উদ্দিন সরকারের ছেলে।
তবে বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা এখন ও জানা যায়নি।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল আমিন বিপিএম জানান,বিকাল ৪ টায় বিষয় টি তাদেরকে অবহিত করা হয়।ঘটনায় সংবাদ শুনে অতিরিক্ত পুলিশ সুপার ( লালমোহন সার্কেল) রাসেলুর রহমান সহ সহ তিনি ঘটনাস্থলে উপস্থিত হন।সেখানে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেন তারা।তবে হত্যা না আত্মহত্যা সে বিষয়ে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে
Leave a Reply