ভোলার বোরহানউদ্দিনে কাচিয়া ৯ নং ওয়ার্ডে চকঢোসে মনোরাল বাড়ির দরজার মাটি অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সুত্রে জানা যায়,বৃহস্পতি সকালে কামাল পাটোয়ারী কবির পাটোয়ারী,শরীফ পাটোয়ারী, খোকন পাটোয়ারী,জাকির পাটোয়ারী ও সেলিম পাটোয়ারী তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে অবৈধভাবে মনোরালীদের বাড়ীর দরজার মাটি কাটে,ভুক্তভোগীরা তাদের বাধা দিলে তাদেরকে লাঠিসোঁটা দিয়ে দাওয়া করে।ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয় মেম্বার চেয়ারম্যান জমির ঝামেলা মিমাংস করার কথা দিলেও পাটোয়ারীদের দল তাদের কথা উপেক্ষা করে রাস্তার জমি কাটে।
অভিযুক্ত কামাল পাটোয়ারী তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবী করেনএবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এটা মিমাংস না করা পর্যন্ত তারা মাটি কাটবেন না বলে কথা দেন।
স্থানীয় জসিম মেম্বার জানান,গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে বসে খুব শিঘ্রই এই জমির ঝামেলা মিটিয়ে দিবেন এবং জমির প্রকৃত মালিকদের তাদের জমি বুঝিয়ে দিবেন।
তুহিন হাওলাদার জানান,উভয়পক্ষ্যের লোকদের নিয়ে বসে অতিশিঘ্রিই জমিসংক্রান্ত ঝামেলা মিমাংস করে দেওয়া হবে।
Leave a Reply