আউয়াল চাঁদপুর প্রতিনিধিঃ
মতলব উওর উপজেলা ছেংগারচর পৌর আওয়ামীলীগের কার্যালয়ে শেখ কামালের ৭১ তম জন্ম দিন উদযাপন করা হয়। ৬আগস্ট বৃহস্পতি বার ১১টায় মতলব উওর উপজেলা ছেংগারচর পৌর সভা আওয়ামীলীগের কার্যালয়ে বীর মুক্তি যোদ্ধা শহীদ শেখ কামালের ৭১ তম জন্ম দিন উদযাপন করা হয়। এ সময় প্রধান অতীথি হিসাবে উপস্হিত ছিলেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য এ্যাড় নুরুল আমি রুহুল এম পি। তিনি তার বকত্ব্য বলেন আজকে শেখ কামাল বেচে থাকলে বাংলাদেশ কে নেএীত্ব্য দিত আজকে ওনার ৭১তম জন্ম দিনে আল্লাহ যেন ওনাদের জান্নাত বাসি করেন শেখ কামালে আর্দশ নিয়ে আমরা চলবো ৭১তম জন্ম দিনে তার আত্বার মাগফেরাত কামনা করি। মতলব উওর উপজেলা ছেংগারচর পৌর আওয়মীলীগের সভাপতি মো হাছান কায়ুম সভাপতিত্বে ও মতলব উওর আওয়ামীলীগের বারপাপ্তো সাধারন সম্পাদক রতন ফরাজী পরিচালনায় আরো বকত্ব্য রাখেন মতলব উওর যুবলীগের সভাপতি মো জহির দেওয়ান। ছাএলীগের সাবেক আহবায়ক এ্যাড মহসিন মিয়া মানিক। জেলা ছাএলীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মো টিটু মোল্লা। মতলব উওর থানার ওসি নাছির উদ্দীন মৃধা। আওয়মীলীগের নেতা মো ওলিউল্লা সরকার। মতলব উওর পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো জামান সরকার। আওয়মীলীগের সাবেক সভাপতি মো বাবু।, এ সময় আরো উপস্হিত ছিলেন মোসলেম উদ্দীন সরকার। গোলাম কিবরিয়া। মো হারুন। মো নবী। সহ সংগঠনের নেতা কর্মিরা উপস্হিত ছিলেন।
Leave a Reply