সহায়তা কর্মসূচি ‘সময়ের দাবি’ ঘোষণা করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। ঠাকুরগাঁও জেলা প্রশাসন সময়ের দাবি কর্মসূচির আওতায় নিম্নে উল্লেখিত নিয়ম অনুসারে নিম্ন মধ্যবিত্তদের খাদ্য সহযোগিতা প্রদান করবে: ১. খাদ্য সহায়তা প্রাপ্তির লক্ষ্যে Hotline number : 01856465778 ৩. সহায়তা প্রাপ্তির লক্ষ্যে ফোনকল প্রত্যহ সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে করতে হবে। ৩. ফোনকলে সাহায্য প্রত্যাশি তার নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, ওয়ার্ড নং এবং জাতীয় পরিচয় পত্রের নাম্বার বলতে হবে। ৪. একজন সহায়তাপ্রাপ্ত ব্যক্তি একবার সহায়তা প্রাপ্তির পর ৭ দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত ২য় বার সাহায্য প্রাপ্তির যোগ্য হবেন না। ৫. যে সব পরিবার পৌরসভা বা সদর উপজেলা হতে ইতোমধ্যে সাহায্যপ্রাপ্ত হয়েছেন বা তালিকাভূক্ত হয়েছেন তারা এ কর্মসূচির আওতায় আসবেন না। ৬. এ কর্মসূচি মূলত সদর পৌর এলাকার বাসিন্দা, যারা কারও কাছে সাহায্য চাইতে বা ত্রানের স্লীপ নিতে বা লাইনে দাড়িয়ে ত্রাণ নিতে সংকোচবোধ করেন কিন্তু বাসায় খাদ্য সংকট মুলতঃ তাদের বাসায় বিনামুল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ায় জন্য শুরু করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রতিদিন ২০০ জনের শুকনা খাদ্য সামগ্রী এ পদ্ধতিতে বিতরন করা হবে। ৭. যোগ্য তালিকাভূক্ত ব্যক্তিদের খাদ্য সামগ্রীর সহায়তা তার নিজ বাড়িতে আমাদের টীমের সদস্যদের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
Leave a Reply