বিয়ের পিঁড়িতে বসলেন সনঞ্জিত কুমার মল্লিক বাবু।
সেলিম মাহমুদ :
সামাজিক দূরত্ব বজায় রেখে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সনঞ্জিত কুমার মল্লিক বাবু অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। তিনি শ্রীপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শ্রী আবনী কুমার সরকারের মেয়ে আর্পিতা সরকার (মিতু) এর সাথে গত বুধবার রাতে জলেশ^রী রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর—৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, কাজী ইলিয়াস আহমেদ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি নূর মোহাম্মদ মামুন প্রমুখ। এ সময় সনঞ্জিত কুমার মল্লিক বাবু আগামী দিনগুলো চলার জন্য উপস্থিত সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেন।
Leave a Reply