কক্সবাজারের টেকনাফ হতে সেন্টমার্টিনগামী একটি জাহাজে বিদেশী পর্যটককে একদল যুবক কর্তৃক অশালীন ভাষায় গালি-গালাজের ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ।
১৮ই ফেব্রুয়ারী দুপুরে উপজেলার হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জাহাজে বিদেশী পর্যটক উত্ত্যক্তকারী গ্রুপের সদস্য হ্নীলা নাটমোরা পাড়ার হাফেজ আব্দুল খালেকের পুত্র সালমান (১৯) কে ডেকে নিয়ে বিদেশী পর্যটকের উপর অশালীন আচরণ সম্পর্কে অবহিত হন।
এরপর টেকনাফ মডেল থানা পুলিশের নিকট এই যুবককে সোর্পদ করা হয়।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, টেকনাফের বাসিন্দা আটক সালমানের বন্ধু ফয়সাল এই ভিডিও সামাজিক যোগাযোগ ছড়িয়ে দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে বিদেশী পর্যটকদের উপর এই ধরনের আচরণে চরম ক্ষুদ্ধ হয়ে উঠেন। তখন দেশের ভাবমূর্তির কথা বিবেচনা করেই এই অপরাধী যুবককে আটক করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
এইদিকে সমাজের এসব অপরাধের বিরুদ্ধে পুলিশ ও জনপ্রতিনিধিরা সোচ্চার থাকায় সমাজের সুশীল সমাজের সবাইকে স্বাগত জানিয়েছেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, বিদেশী পর্যটককে হেনস্থা করার প্রধান আসামী সালমানকে আটক করা হয়েছে। বাকীদেরও আটকের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply