সাতক্ষীরা সদর আমতলা মোড় সংলগ্ন অফিসার কোয়ার্টার এর সামনে খুলনা মহাসড়কের পাশে অবস্থিত বৈদ্যুতিক খুঁটিতে লাইন ঠিক করার জন্য খুটিতে ওঠে সকাল ৮ঃ৩০মিনিটে মোঃ হাবিবুর রহমান ভুট্টো। পাওয়ার হাউজ কারেন্টের সব লাইন বন্ধ করে দিয়েছে বল্লে সে ঐ খুঁটিতে উঠে কিন্তু পাওয়ার হাউস সব লাইন বন্ধ করেনি।পাওয়ার হাউজের ভুল তথ্যের জন্য এবং গাফিলতির কারনে অকালে প্রান গেলো হাবিবুর রহমান ভুট্টোর।জানা যায় হাবিবুর রহমান (৩৮)এর পিতা মোঃ কুদ্দুস আলী, গ্রামঃদামোদর,৩নং বটতলা থানাঃসাদল্যপুর,জেলা ঃ গাইবান্ধা। সে এখানে কনট্রাকটরের মাধ্যমে কাজ করতো। ইন্না-লিল্লাহে অইন্না ইলাহি রাজিউন। মৃত্যুর সময় আনুমানিক ৮ঃ৪৫মিনিট।এ খবর সাথে সাথে জানাজানি হওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাস খুটি থেকে নামায় এবং এসময় সাতক্ষীরা সদর থানার পুলিশ উপস্থিত ছিলেন।
Leave a Reply