কামরাঙ্গীরচর (ঢাকা) শুক্রবার ৯ অক্টোবর ২০২০: করোনা ভাইরাসে আক্রান্ত সাংবাদিক নেতা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের আশু রোগমুক্তি কামনায় ঢাকার কামরাঙ্গীরচরে দোয়া-মিলাদের আয়োজন ও খিচুরি বিতরণ করা হয়।
আজ ৯ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজে দোয়া -মিলাদের পর এলাকার প্রায় ৩শ গরীব অসহায় ছিন্নমূল শিশুসহ বিভিন্ন বয়সীদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
রাজধানীর কামরাঙ্গীরচর (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ড) ঝাউলাহাটি মাকামে মাহমুদ পুরাতন জামে মসজিদে সাংবাদিক নেতা আহমেদ আবু জাফরের রোগমুক্তিসহ দেশে বর্তমান পরিস্থিতি ও করোনা প্রাদুর্ভাব রোধে আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়ানুষ্ঠানে এলাকার ছোট বড় ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। বিএমএসএফের কামরাঙ্গীরচর শাখার সভাপতি আনোয়ার হোসেনের উদ্যোগে দোয়া মিলাদের আয়োজন করা হয়।
Leave a Reply