চট্টগ্রাম নগরীর বারেক বিল্ডিং একটি বানিজ্যিক এলাকা।এখানে সকাল থেকে শুরু করে রাত পযন্ত শ্রমজীবী মানুষের আনাগোনা। অথচ ফুটপাতের বেহাল দশা।বর্ষাকাল আসলে জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছায়।সবে মাএ বর্ষাকাল শুরু হতেই না হতে এখানকার রাস্তাঘাটে বেহাল অবস্থা। আর এর খেশারত দিতে হয় কর্মজীবি মানুষ কে।কারন রোদ বৃষ্টি ঝড় যা হোক জীবিকার তাগিদে তাদের বের হতে হয়।
Leave a Reply