বানরের জন্য ব্যাংক ভাবা যায়!!!
হুম সেই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন তরুণ প্রজন্মের স্বেচ্ছাসেবী সংগঠন “রুট’
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারের ঐতিহ্য বানর রক্ষায় এগিয়ে এসেছেন তরুণ প্রজন্ম।
করোনার প্রভাবে বর্তমান লকডাউন পরিস্থিতিতে গাজীপুর শ্রীপুর উপজেলার বরমী বাজারের দোকানপাট বন্ধ থাকায় বানরের খেয়ে বাঁচা কষ্টসাধ্য হয়ে গেছে,বানর গুলোকে এখন কান্নাকাটি করতেও দেখা যাচ্ছে খাদ্যের অভাবে এবং আশেপাশের বাড়িতে হামলা করে,তাই তাদের বিবেকে নাড়া দেয়।
তারই ধারাবাহিকতায় “ফুড ব্যাংক ফর বানর” ফান্ড গঠন করে ক্ষুধার্ত বানরকে খাবার দেওয়া হয়।
বরমী বাজারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বানরের অবাধ বিচরণের বিষয় কিন্তু খাদ্যের অভাবে বানরগুলো যেনো খুব কষ্টে দিনাতিপাত না করে সে জন্য স্বেচ্ছাসেবকরা তাদের দেওয়া নিজস্ব অর্থায়নে গঠিত ফান্ড’ ফুড ব্যাংক ফর বানর ” থেকে খাবার দিয়ে যাচ্ছে।
কর্মসূচি বাস্তবায়নে রুটের সদস্যবৃন্দ মুখ্য ভূমিকা পালন করেছে।
রুটের সভাপতি বলেন মানবতার সেবার পাশাপাশি এই সব বন্য প্রাণীর দিকেও মানবিক হওয়া খুবই প্রয়োজন।
তিনি অারোও বলেন
বরমী বাজারের ঐতিহ্যরক্ষার জন্য অামরা “ফুড ব্যাংক ফর বানর” ফান্ড গঠন করেছি যা যতদিন লকডাউন পরিস্থিতি থাকবে তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং সমাজের সকলশ্রেণীর মানুষকে এই ঐতিহ্য রক্ষায় এগিয়ে অাসার অাহবান জানা তিনি।
Leave a Reply