চলমান কঠোর লগডাউন উপেক্ষা করে অতিউৎসাহি কিছু মানুষ অকারনে ঘড়ের বাহিরে এসে গুড়াফেরা করতে দেখা গেছে,বাগেরহাট মাছ বাজার,কাচা বাজার সহ বিভিন্ন জায়গায় গুড়ে লক্ষ করা গেছে সাধারন মানুষ মাস্ক ব্যাবহার করলে সামাজিক দুরুত্তের কোন বালাই নাই,,এরকম পরিস্থিতি গত ২দিন যাবত লক্ষ করার পর,মাতৃজগত সহ অন্যান্য সংবাদ কর্মীরা এইসব চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলে বিষটি উপজেলা প্রশাসন সহ বিভিন্ন আইন সৃংখোলা বাহীনির নজড়ে আসে,তার ই প্রতিফলে আজ বাগেরহাট মাছও কাচা বাজার সহ বিভিন্ন সস্থানে নির্বাহী ম্যাজেষ্ট্রেটট মোবাইল কোর্ট পরিচালনা করেন,যে সমস্ত যানবাহন চলাচল নিষিদ্ধ তাদের অর্থদন্ড করেন,অযোথা গুড়াফেরা করা লোকদের বিভিন্ন মেয়াদের সাজা প্রধান করেন,এছাড়াও উপজেলা চেয়ারম্যান সর্দার নাসির উদ্দিন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান সহ অন্যান্য জন-প্রতিনিধিদের সাধারন মানুষের মাজে মাস্ক বিতরন সহ সতর্ক করতে দেখা গেছে,এ ছাড়া ও বিজেবি সেনাবাহীনি পুলিশের তৎপরতা ছিলো চোখে পরার মত, খেটে খাওয়া মানুষের দাবি সরকার আরো কঠোর লগডাউন দিক,কিন্তু আগে আমাদের খদ্য সহায়তা নিশ্চিত করুক,আমরা পেটের দায়ে রাস্তায় আসি,আমাদের খাবারের ব্যাবস্তা করে দিক,আমরা ঘড় থেকে বের হবোনা,,,,
Leave a Reply