বাগেরহাটের সদর উপজেলার ২ নং বেমরতা ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক গরীব কৃষদের ধান কেটে দেওয়া হয়।
এক দিকে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ভয়, অন্যদিকে শ্রমিক সংকট ও টাকার অভাব। এসব কারণে জমির পাকা ধান কাটা সম্ভব হচ্ছেনা অনেক গরীব কৃষকের,এমন পরিস্থিতিতে সংসারে সংকট ও খাবারের অভাব নিয়েই দিনাতিপাত করছিলেন তারা তখন এ খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছে বাগেরহাট সদর উপজেলার ২নং বেমরতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খান ইলিয়াস সহ ছাত্রলীগ নেতাকর্মীরা।
বেমরতা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা ইউনিয়নের কৃষক অমিত দে, মসিয়ার খান,বাহাদুর বিশ্বাস,মিরু পরামানিক, দীপক পরামানিক এর জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেয়।
বেমরতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খান ইলিয়াস জানান বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর নির্দেশে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান ওশানের অনুপ্রেরণায় আমরা এই ধান কাটা কর্মসূচি গ্রহন করি।যতদিন
পর্যন্ত গরীব কৃষক ধান কাটতে না পারবে ততদিনই আমরা তাদের পাশে থাকবো।
এ সময়ে ধান কাটায় আরো অংশ নেন
সাবেক বেমরতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন শেখ, ছাত্রলীগ নেতা ওয়াদুদ শেখ,দেবরাজ বসু,আজাদ শেখ,হাফিজুল ইসলাম,আলকাস শেখ প্রমূখ
Leave a Reply