এক দিকে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ভয়, অন্যদিকে শ্রমিক সংকট ও টাকার অভাব। এসব কারণে জমির পাকা ধান কাটা সম্ভব হচ্ছেনা অনেক গরীব কৃষকদের।এমন পরিস্থিতিতে সংসারে সংকট ও খাবারের অভাব নিয়েই দিনাতিপাত করছিলেন তারা তখন এ খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছে বাগেরহাট জেলা ধ্রুবতারা সংগঠনের সাধারণ সম্পাদক জামিল হাসান শসী সহ ধ্রুবতারা সংগঠনের সদস্যবৃন্দ।
ধ্রুবতারা সংগঠনের সদস্যবৃন্দরা মঙ্গলবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ষাটগম্বুজ ইউনিয়নের ডর কুল নামক স্থানে গরীব বর্গাচাষি ছোট খানের ধান সেচ্ছাশ্রমে কেটে দেয়
কৃষক ছোট খান জানান, ‘এই দুঃসময়ে ধ্রুবতারা সংগঠন এগিয়ে এসে আমার জমির ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
জেলা ধ্রুবতারা সংগঠনের সাধারণ সম্পাদক জামিল হাসান শসী জানান, করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাইরের জেলা থেকে কোনো শ্রমিক আসেনি। এ কারণে বেকায়দায় পড়েছে জেলার ধান চাষীরা। তাই ধ্রুবতারা সংগঠন তাদের ধান কাটার কাজে সাহায্য করছে।তিনি আরও জানান ধ্রুবতারা সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তীর নির্দেশনায় আমরা এই ধান কাটা কর্মসূচি গ্রহন করি।
এসময়ে ধান কাটায় আরো অংশ নেন ধ্রুবতারার খুলনা বিভাগীয় সভাপতি রাজু আহম্মেদ, বাগেরহাট জেলা ধ্রুবতারার সহ -সভাপতি আলতাফ চাকলাদার, সদস্য মাসুৃম,দ্বীপ,যুবরাজ,সাজ্জাদ প্রমূখ
Leave a Reply