বাকেরগঞ্জ থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে উপ পুলিশ পরিদর্শক আমির হোসেন ও সহকারী উপ পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম এর অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় মাদক সম্রাট হাফিজুর রহমান (২২) পিতাঃ ইয়াকুব আলী সরদার নামের একজন গাঁজা ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। আজ ৯ জুন বুধবার রাত ৯:৩০ মিনিটের সময় নিয়ামতি ইউনিয়নের ৩নং ওয়ার্ড রুপারজোর এলাকা থেকে ৯০০ গ্রাম গাঁজা ও গাঁজা মাপার ডিজিটাল একটি মিটারসহ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেন বাকেরগঞ্জ থানা পুলিশ। উপ পুলিশ পরিদর্শক আমির হোসেন সাংবাদিকদের জানান, বুধবার বিকাল থেকেই গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে নিয়ামতি ইউনিয়নের রুপারজোর গ্রামে অবস্থান করি, বিকাল গড়িয়ে রাত যখন ৯:৩০ মিনিট ঠিক সেই সময় আসামী তার হাতে করে একটি পলিব্যাগে গাঁজা নিয়ে তার বাড়ীর প্রবেশ পথে আমাদের সামনে পড়ে, পুলিশের টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমরা ধাওয়া করে তার নিজ বাড়ীর উঠান থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি করলে ওর বসত ঘর থেকে গাঁজা মাপার একটি ডিজিটাল মিটার পাওয়া যায়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে গ্রেপ্তারকৃত আসামিকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। ৯ জুন অভিযান পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক তরুণ কুমার, সহকারী উপ-পুলিশ পরিদর্শক সুজন মাঝী, ফারুক হোসেন, সোহেল, নজরুল ইসলাম।
Leave a Reply