মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১শে আগষ্ট নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

মোঃ মোহসীন হোসেন মোল্লা , বাকেরগঞ্জ প্রতিনিধি ৷

আজ বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে একটি নৃশংসতম হত্যাযজ্ঞের দিন। ২০০৪ সালের এ দিনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী শাহাদতবরণ করেন। খুব অল্পের জন্য বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ একঝাঁক সিনিয়র নেতা। স্প্লিন্টারের আঘাতে আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মী। তাদের স্মরণে আজ বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয় ৷ এ শোক সভায় উপস্থিত ছিল উপজেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক ও জননন্দিত পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। আরো উপস্থিত ছিল উপজেলা আওয়ামীলীগ এর সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন ও অমল চন্দ্র দাস শিবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোকলেচুর রহমান, পৌর যুবলীগের সভাপতি ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব খন্দকার জিয়াউর রহমান রিপন। পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম আজাদ, কাউন্সিলর সুজন দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া। কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মহিদুল ইসলাম মিরাজ , উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকালে ২১ শে আগষ্ট নিহতদের স্মরনে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581