এইচ এম আমির বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বিকাশ এজেন্টের টাকা ছিনতাই ঘটনার মামলার সকল আসামি গ্রেপ্তারের ১৪ মাস পরে বরিশাল জেলার বাকেরগঞ্জ সার্কেল সুদীপ্ত সরকার এর অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল সনাক্ত করে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। গত ২০ মে বুধবার সকাল ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন এর নির্দেশে মামলার তাদান্ত কর্মকর্তা এস আই আমির হোসেন এর নেতৃত্যে এএসআই নজরুল ইসলাম, এএসআই ফারুক হোসেন সহ সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে বরিশাল পশ্চিম কাউনিয়া হাজেরা খাতুন স: প্রা: বিদ্যালয়ের সামনে থেকে বরিশাল-ল-১১-৪৯১১ অ্যাপাচি লাল-কালো রং এর গাড়ী উদ্ধার করেন। উল্লেখ্য ১৮ মার্চ ২০২০ ইং তারিখ দুপুরে বিকাশ এজেন্টের ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। উপজেলার চরামদ্দি ইউনিয়নের কালিদাসিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সংক্রান্তে ঘটনার দিনই বাকেরগঞ্জ থানায় ৩ জনকে আসামী করে অথরাইজড অব বিকাশ লিমিটেডের বরিশালের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান মেসার্স সাদ সাঈদ এন্টারপ্রাইজের ম্যানেজার মাহাবুব উদ্দিন সরদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন বরিশাল বাজার রোড অফিস থেকে ১১ লক্ষ টাকা নিয়ে বরিশালের বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের কালিদাসিয়া বাজার, সরসী বাজার, কাকরদা বাজারসহ আশপাশ এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টদের কাছে ডিস্ট্রিবিউশন করতে আসেন অথরাইজড অব বিকাশ লিমিটেডের বরিশালের সেলস ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান মেসার্স সাদ সাঈদ এন্টারপ্রাইজের সেলস অফিসার মাইদুল ইসলাম ইরান। পথিমধ্যে জনৈক আ. রশিদ খানের জমির পূর্ব মাথায় কাটাদিয়া খেয়াঘাট গামী পাকা রাস্তার উপর পৌঁছা মাত্র ৩ দুবৃত্ত মটরসাইকেলের গতিরোধ করে দেশিয় অস্ত্র দিয়ে ইরানের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রাখে। এবিষয় মামলা দায়েরের পর থেকে ভিবিন্ন সূত্রে ধরে সকল আসামীদের গ্রেফতার করা হয়। সর্বশেষ গত ২০ মে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরবাইকটটি উদ্ধার করা হয়েছে। বাকেরগঞ্জ সার্কেল সুদিপ্ত সরকার বলেন অপরাধী যত কৌশলই অবলম্বন করুক না কেন, আইনের বেড়াজালে তাকে ধরা পড়তেই হবে। আমি যোগদানের পর থেকে আমার অফিসারদের সহোযগীতায় সকল প্রকার মাদক, চুরি,ডাকাতি, ছিনতাই সহ সকল প্রকার অপক্রর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। এছাড়াও আইনি সহোযগীতা সাধারন মানুষের মাজে নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন বলেন, আমি এসপি ও সার্কেল সারের নির্দেশে দ্রুত চেষ্টার মধ্যে দিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়াও যোগদানের পর থেকে মানুষের সকল প্রকার সেবা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছি। এবিষয় মেসার্স সাদ সাঈদ এন্টারপ্রাইজের প্রোপাইটর ও দৈনিক কলমের কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক একরামুল হুদা বাপ্পি বলেন গত বছর ১৮ মার্চ ২০২০ সালে আমার কোম্পানীর সেলসম্যান মাইদুল ইসলাম ইমরান সাথে থাকা নগদ ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এবিষয় ম্যানেজার মাহাবুব বাদী হয়ে তিন জনকে আসামি বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তিনি বলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ সার্কেল সুদিপ্ত সরকার এর অক্লান্ত চেষ্টা এবং তার মহত উদ্যোগের কারনে বাকেরগঞ্জ থানার অফিসারদের সহোযগীতায় সকল আসামিসহ মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাই আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Leave a Reply