বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিপুর ও গারুড়িয়া ইউনিয়নের ২ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছে সন্দেহে নমুনা সংগ্রহ করে ৭/০৪/২০২০ তারিখ, মঙ্গলবার সকালে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অসুস্থরা হলেন পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আমেনা বেগম (৪৬) ও গারুড়িয়া ইউনিয়নের মেউর গ্রামের বাসিন্দা রওশনা আরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ রেজওয়ানুর আলম সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের যেকটি লক্ষন রয়েছে, তার সবকটিই তাদের মধ্যে রয়েছে। যেমন সার্দি-কাঁশি,গলা ব্যাথা, পুরো শরীর ব্যাথা, শ্বাসকষ্ট। প্রাথমিকভাবে অসুস্থদের মুখের লালা নমুনা সংগ্রহ করে তাদেরকে বরিশাল শেরেবাংলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে। অসুস্থ আমেনা বেগম উপজেলার পাদ্রিশীবপুর সারাফাত জাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক খলিফার স্ত্রী।
তিনি পেশায় একজন গৃহিণী। অপরজন রওশন আরা বেগম মেউর গ্রামের মৃত জয়নাল উদ্দীনের কণ্যা। তিনি পেশায় একজন ভিক্ষুক। বরিশালে তিনি ভিক্ষা করতেন। সোমবার কে বা কারা রাতের আঁধারে তার গ্রামের বাড়ির সামনে ফেলে রেখে গেছেন বলে স্থানীয়রা জানান।
Leave a Reply