বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার নিভৃত পল্লীতে জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান ৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সন্ধ্যার পরে উপজেলার প্রধান কার্যালয় কেক কাটা হয়।
তাছাড়া এর পূর্বে আছর বাদ সরকারি বাকেরগঞ্জ কলেজ মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয় ৷ বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার সভাপতিত্বে দোয়া আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ এসময় উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলার মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন , পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোকলেচুর রহমান, পৌর যুবলীগ সভাপতি ও কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া,সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম খাজা, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম রিজু পৌর ছাত্রলীগের সভাপতি কওসার হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ মহিদুল ইসলাম মিরাজ সাধারন সম্পাদক মুশফিকুর রহমান সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম রাজু ও নোমান ডাকুয়া,রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ শরীফ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাহফুজ সহ আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply