মাদারীপুরের বাংলাবাজার- মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন ঘাট কতৃপক্ষ । এ ঘোষণার পর বুধবার দুপুর আড়াইটার দিকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগে সকাল থেকে এ নৌরুটে ৫ টি ফেরি চলাচল করছিল। বাংলাবাজার ঘাট কতৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়। নৌরুটের পদ্মানদীতে চার-পাঁচদিন ধরেই পানি বৃদ্ধি হওয়া এবং সাথে সাথে স্রোতের তীব্রতা বাড়তে থাকে। এতদিন ঝুঁকি নিয়ে ফেরি চলাচল করলেও স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পদ্মা পার হতে গিয়ে চ্যালেঞ্জ অতিক্রমের সময় ফেরিগুলো স্রোত উপেক্ষা করে চলতে ব্যর্থ হওয়ার কারণে দূর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে আকস্মিক ফেরি চলাচল বন্ধ রাখার কারণে বাংলাবাজার ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা সকল যানবাহন চালকরা বিপাকে পরেছে দেখা যায়। এতে ঘাটে থাকা পন্যবাহী গাড়ীগুলো দুপুর সাড়ে ১২টার পর থেকে ঘাট এলাকা ছাড়তে শুরু করে শ’ত শ’ত পান্যবাহী গাড়ী। বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, আবহাওয়া নিম্নচাপের কারনে ‘স্রোতের গতি বেড়ে যাওয়ার কারণে দুপুর আড়াইটা থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে কখন চলবে তা বলা যাচ্ছে না। পদ্মা পার হওয়ার জন্য বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলাদিয়া ঘাট ব্যবহারের জন্য সকল যানবাহন গাড়িচালকদের অনুরোধ করা হচ্ছে।
Leave a Reply