বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ সাতক্ষীরা জেলার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মার্চ-২০২১) বেলা সাড়ে ১১টার সময় সাতক্ষীরা পি এন স্কুল এন্ড কলেজ চত্বরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ ইয়াছিন আলী’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘শিক্ষকরা সকলের কাছে সম্মানের পাত্র এবং সুনাগরিক গড়ার কারিগর। আপনাদের দাবী যদি নার্য্য ও যুক্তিসংগত হয় তাহলে জননেত্রী শেখ হাসিনা অবশ্যই পূরণ করবেন। কারণ জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানবতার ‘মা’, তিনি না চাইতে আমাদের সাতক্ষীরাবাসীকে অনেক কিছু দিয়েছেন। আমি মহান জাতীয় সংসদে সাতক্ষীরায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী তুলেছিলাম। আজ তা পূরণ হতে চলেছে। এমপি রবি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সকলকে করোনা প্রতিরোধে করোনার ভ্যাকসিন নিতে হবে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাংলাদেশের উন্নয়নকল্পে সকলকে সহযোগিতা করতে হবে এবং সেই সাথে ২০১৩ সালে সাতক্ষীরায় যে কলঙ্কের বোঝা আমাদের মাথায় চেপে বসেছে তা আমাদের নামাতে হবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলার শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সাতক্ষীরা পি এন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভদ্র কান্ত সরকার প্রমুখ। সম্মানিত অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান (আদনান হাবিব), সহ-সভাপতি নার্গিস নাহার ও মো. আব্দুল কাদের প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘শিক্ষকরা সকলের কাছে সম্মানের পাত্র এবং সুনাগরিক গড়ার কারিগর। আপনাদের দাবী যদি নার্য্য ও যুক্তিসংগত হয় তাহলে জননেত্রী শেখ হাসিনা অবশ্যই পূরণ করবেন। কারণ জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানবতার ‘মা’, তিনি না চাইতে আমাদের সাতক্ষীরাবাসীকে অনেক কিছু দিয়েছেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কালিগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক সুকুমার দাস বাচ্চু।
Leave a Reply